প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:০২ পিএম

সারা দেশে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল শনিবার (১৬ নভেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন রোববার (১৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া আগামী সোমবারও (১৮ নভেম্বর) দিনের তাপমাত্রা কমতে পারে।
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী কদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামী রোববার ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই।