প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম আপডেট: ০৬.১১.২০২৪ ৭:৫৭ PM

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।
ভাষণে ট্রাম্প বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।
ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেইক আমেরিকা গ্রেট এগেইন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন।
সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।
আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এসময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। আর ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।