প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তাকে।
গত ২ সেপ্টেম্বর প্রকৌশলী আশিকুর রহমানকে নিয়ে নগর ভবনে আসেন বিএনপির কয়েকশ নেতাকর্মী। জানা যায়, তারা সবাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অনুসারী। নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য মুকিতুল হাসান রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মেহেদী হাসান লিটু, শ্রমিক দলের আরিফুজ্জামান প্রিন্স প্রমুখ।
দুর্নীতির অভিযোগে বরখাস্ত এই প্রকৌশলী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক ছিলেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া, শেখ হাসিনার বোন শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। ৫ আগস্টের আগমুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবে নগরভবনে তিনি একক আধিপত্য বিস্তার করতেন।
তার বিরুদ্ধে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, সিটি সেন্টার নির্মাণ প্রকল্পে অনিয়ম, করপোরেশনে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। ক্ষমতার রদবদলের পর বিএনপির নেতা-কর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রকৌশলী আশিকুর রহমান। পরবর্তীতে নানান অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।