প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৮:০৪ পিএম | অনলাইন সংস্করণ
নাটোরের সিংড়ায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিবাহ ও কৈশোরের গর্ভধারণ রোধ, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক মো: এনামুল হক,
উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামরুল হাসান কামরান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এএসএম আলমাস, ডা: আ: রউফ মলিক, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল হক।