বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ    বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি : ডোনাল্ড লু     ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত তিন বিচারপতি    র‍্যাব, শ্রমিক অধিকার ও মানবাধিকার বিষয়ে অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র    সমীকরণে ছিটকে গেছে লখনৌ-দিল্লি, রইলো যারা.....    আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কোনোভাবেই রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না : কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০১ পিএম | অনলাইন সংস্করণ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আর কোনোভাবেই রোহিঙ্গা অনুপ্রবেশের করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিক সম্মেলন এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এবার আর সেই উদারতা দেখানোর কোনো সুযোগ নেই।

গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিয়ানমারের সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।

সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছেই। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষীরা দলে দলে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত ২৬৪ জন আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের সংঘাতের ফলে আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। সাম্প্রতিক সংঘাতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিলো, তা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইবো?

তিনি বলেন, মিয়ানমার সংকটের প্রভাব যেনো বাংলাদেশে না পরে, সেজন্য চীন ও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া এবং নির্বাচনে অংশ না নেয়াসহ সব মিলিয়ে দলটির নেতাকর্মীরা হতাশার মধ্যে মধ্যে আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।



দেশের সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না স্বীকার করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। বলেন, অবকাঠামো উন্নয়ন যতোই হোক, সড়কে নিরাপত্তা নিশ্চিত না হলে মানুষ সুফল পাবে না।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা প্রকল্প নিয়ে কথা বলতে এডিবির প্রতিনিধিদল এসেছে। চার হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।


ভোরের পাতা/আরএস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]