মঙ্গলবার ১৪ মে ২০২৪ ৩১ বৈশাখ ১৪৩১

শিরোনাম: ইরানের সাথে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি    এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রেখেছেন    নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত    দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে দেশটির নির্বাচনের পরই ব্যবস্থা নেওয়া হবে : বস্ত্র ও পাটমন্ত্রী    দুর্নীতির অজুহাত তুলে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে    বিএনপি খড়-কুটো ধরে বাঁচতে চায় : ওবায়দুল কাদের    জিম্মি সেই ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ‘এমভি জাহানমণি’    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিরাজগঞ্জের ৬টি আসনে আওয়ামী লীগের নিরস্কুশ বিজয়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৩৬ পিএম | অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা। একটি আসনে স্বতন্ত্র প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারলেও বাকীগুলোতে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে। 

রবিবার (৭ জানুয়ারি) পৌনে ১১ টার দিকে বিভিন্ন সহকারি রিটার্নিং কার্যালয় থেকে পাওয়া ফলাফলে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। 



সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫ টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের জান্নাত আরা হেনরী (নৌকা) ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) ৪ হাজার ৫৮০ ভোট।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের ডা. আব্দুল আজিজ (নৌকা) ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট। সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি নৌকা প্রতিকে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন ৭০৮৮ ভোট। 

সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের আব্দুল মমিন মন্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ- ৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগের চয়ন ইসলাম (নৌকা) ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]