শুক্রবার ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: মালয়েশিয়ান শ্রমবাজারে জনশক্তি পাঠানো বন্ধ হবে না     নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের বিশ্বাস জন্মেছে : ইসি     বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী    দেশের ১৫৭টি উপজেলায় আগামী ২১ মে সাধারণ ছুটি    সিএএ আইনে ১৪ জনকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার    রাশিয়ার দাপটে পিছু হটছে ইউক্রেন    ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে : প্রাণিসম্পদ মন্ত্রী    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শ্রীনগরে খাল ভরাট করায় জলাবদ্ধতার শঙ্কা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে খাল ভরাট করে প্লট বাণিজ্য করার অভিযোগ উঠেছে। শ্রীনগর-দোহার আ লিক সড়কের পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীনগর-২ (৩৩/১১ কেভি, ২০/১৮ এমডিএ) রাঢ়িখাল উপ কেন্দ্রের পশ্চিম পাশে দৃশ্যমান সড়কের নয়ন জুলীর জায়গাসহ খাল ভরাটের কর্মযজ্ঞ চলছে। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য আলমগীর, রাসেলের বিরুদ্ধে খাল ভরাটের অভিযোগ উঠেছে। 



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহলটি সরকারি খাল ভরাট করে কোটি কোটি টাকার জায়গা নিজেদের দখলে নেয়ার পাঁয়তারা করছে। এনিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে স্থানীয় ভূমি অফিসের লোকজন খালটি ভরাটের হাত থেকে রক্ষার জন্য এই স্থানে লাল নিশান সাটিয়ে দিয়ে যান। অথচ ভূমি সিন্ডিকেটের সদস্যরা রাতের আধারে দূর থেকে ড্রাম ট্রাকে করে মাটি এনে খাল ভরাট শুরু করে। এরই মধ্যে খালের প্রায় দেড়শত ফুট আ লিক সড়ক সমান ভরাট হয়ে গেছে। এতে করে রাঢ়িখালের বির্স্তীণ চকের বিলের অসংখ্য কৃষি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। 

প্রান্তিক কৃষকরা প্রভাবশালী সিন্ডিকেট মহলটির বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছেন না। স্থানীয় কৃষকরা জানান, এর আগে ড্রেজার দিয়ে জমি ভরাট করে মহলটি প্লট বিক্রি শুরু করে। অন্যান্য কৃষি জমির ওপর দিয়ে যত্রতত্রভাবে ড্রেজারের দীর্ঘ পাইপ লাইনের সংযোগ দেয়। ফুটা ফাঁটা পাইপ দিয়ে বিভিন্ন কৃষি জমি বালু পড়ার ফলে ফসলি জমির উর্বরতা কমে গেছে। ফসলের কাঙ্খিত উৎপাদন হচ্ছেনা। এখন প্লট বিক্রির সুবিধার্থে খাল ভরাট করা হয়। এতে রাঢ়িখালের অনেক ফসলি জমির পানি নিস্কাশন হবেনা। কৃষি ফসল আবাদে তারা বিড়ম্বনার শিকার হবেন। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলমগীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

শোয়েব জানান, আমরা প্লট বিক্রি করেছি। সামনের প্লটের যে কিনে নিয়েছে সে খাল ভরাট করেছে। বিষয়টি তার ব্যাপার। মঙ্গলবার বিকালে রাঢ়িখাল ইউনিয়ন ভূমি উপসহকারী মো. আমির হোসেন জানান, খবর পেয়ে গতকাল  (সোমবার) সরকারি খাল ভরাটকারীদের কাজ বন্ধ রাখতে বলে এসেছি। তারা যদি যথাযথ সময়ে না আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]