শুক্রবার ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: মালয়েশিয়ান শ্রমবাজারে জনশক্তি পাঠানো বন্ধ হবে না     নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের বিশ্বাস জন্মেছে : ইসি     বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী    দেশের ১৫৭টি উপজেলায় আগামী ২১ মে সাধারণ ছুটি    সিএএ আইনে ১৪ জনকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার    রাশিয়ার দাপটে পিছু হটছে ইউক্রেন    ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে : প্রাণিসম্পদ মন্ত্রী    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সেতুতে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল, ১০ বছরেও হয়নি সংস্কার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২, ১০:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থান সংলগ্ন সড়কে একটি বক্স কালভার্ট সেতুর উপরের সিমেন্ট ঢালাই স্তর ধসে গিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়ে বেহাল অবস্থায় রয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ১০ হাজার জনসাধারণ। প্রায়শই ঘটে বিভিন্ন দুর্ঘটনা। কয়েক বছর আগেও এই সেতু নিয়ে প্রতিবেদন তুলে ধরা হলেও টনক নড়েনি স্থানীয় প্রশাসনের। 

সেই সময়ে এক প্রতিবেদনে ২০২০-২১ অর্থ বছরে সেতু কালভার্ট মেরামত প্রোগ্রামে এই সেতু অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। স্থানীয়দের ভাষ্যমতে, সেতুর সংস্কার বা নতুন সেতু নির্মাণ হবে, হবে বলেই প্রায় ১০ বছর কেটে গেলেও এখনো স্থানীয় প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। ইজিবাইক চালক মনির বলেন, বছরের পর বছর যায় কিন্তু এই সেতু কেউ সংস্কার করে না। আমাদের চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। 

স্থানীয় বাসিন্দা আফজাল উদ্দিন জানায়, আমাদের চলাচলে অনেক ভোগান্তি। যানবাহন ঠিকমতো চলতে পারে না। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। পাশে একটি কাঠের সেতু করা হয়েছিলো এক বছর না যেতেই ভেঙে গিয়েছে। আমরা চাই দ্রুত এই সেতু সংস্কার করা হোক। 

এলাকাবাসীর পক্ষে উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন বলেন, আমি একাধিকবার উপজেলা সংশ্লিষ্ট প্রশাসনকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেছি। এখন পর্যন্ত সেতু সংস্কারের কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। এই সেতু ব্যবহার করে কবরস্থান ও মাদ্রাসায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় জনসাধারণ। অতিদ্রুত নতুন সেতু নির্মাণের জোরদাবী জানাচ্ছি। 



সলিমাবাদ ৪ নং ইউপি সদস্য মনির হোসেন ভুইয়া বলেন, তেবাড়িয়া-বেকড়া-নাগরপুর সড়কে এই সেতু অনেক পুরোনো। প্রায় ১০ বছর যাবৎ এই বেহাল অবস্থায় পড়ে আছে সেতুটি। একাধিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহ সকল প্রশাসনকে অবগত করা হলেও এখনো সেতু সংস্কারে কেউ উদ্যোগ নেয়নি। এখানে কবরস্থানে মরদেহ নিতে কষ্ট হয়। স্থানীয় মাদ্রাসায় শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হয়। 

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু মুঠোফোনে জানায়, জন গুরুত্বপূর্ণ সড়কে এই সেতুর অবস্থান। আমরা অবগত আছি এবং বার বার তাগিদ দিয়েছি সংশ্লিষ্ট প্রশাসনকে এই সেতু সংস্কারের জন্য। আমি জেনেছি সংসদ সদস্য মহোদয় সেতু নির্মাণের জন্য ডিও লেটার প্রেরণ করেছে। আশাকরি আগামী অর্থ বছরে এখানে নতুন সেতু দ্রুত নির্মাণ হবে। 

নাগরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কার্যত যোগাযোগ সম্ভব হয়নি। 

উল্লেখ্য, তেবাড়িয়া কবস্থান সংলগ্ন এই সেতু ব্যবহার করে বেকড়া-নাগরপুর সহ সলিমাবাদ-ধুবড়িয়া সড়কে স্বল্পতম সময়ে যাতায়াত সম্ভব হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]