শিরোনাম: |
করোনায় ২৪ ঘণ্টায় দ্বিগুণ মৃত্যু
ভোরের পাতা ডেস্ক
|
![]() করোনায় ২৪ ঘণ্টায় দ্বিগুণ মৃত্যু বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন। এদিন সুস্থ হয়েছেন ৬০২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন। এর আগে বুধবার (২০ জানুয়ারি) দেশে আরও ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৮ জন। গত ৮ মাসের মধ্যে যা ছিল সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাসের ইতিহাসে একদিনে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। এদিন প্রথমবারের মতো প্রাণহানি ১৭ হাজার ছাড়াল। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |