প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১:১৯ পিএম

ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ইজিবাইক চোর চক্রের দলনেতা সহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
শুক্রবার বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে, ১ টি ইজিবাইক উদ্ধারসহ ইজিবাইক চোর চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোনায়েম সরদার ও দেলোয়ার হোসেন। দুজনের বাড়ী ফরিদপুর জেলায় ।
এসময় তাদের নিকট থেকে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ০১টি চোরাইকৃত ইজিবাইক ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে পঞ্চাশ-ষাট হাজার টাকায় বিক্রি করে আসছিলো ।
ভোরের পাতা/ এমআরআই