প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৭ পিএম আপডেট: ২৯.০২.২০২৪ ২:৩৩ PM

চট্টগ্রাম মহানগরী ও ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে এসডিকে গ্রুপের প্রধান রাব্বিসহ তিন জনকে কে গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে নুরু গ্রুপের ৬ জন সদস্য , আমিন কলোনী এলাকা থেকে রশিদ গ্রুপের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব।
এছাড়া পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকা থেকে সাদ্দাম গ্রুপের প্রধানসহ ৬ জন , সর্বমোট মোট ২৮ জনকে কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, এই কিশোর গ্যাং গুলো চট্টগ্রাম নগরী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে বলে জানায় গ্রেফতারকৃত আসামীরা।
ভোরের পাতা/ এমআরআই