প্রকাশ: শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৪ পিএম
বাংলাদেশের জন্মের আগে থেকেই ষড়যন্ত্র চলে আসছে। এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। শুধু আল জাজিরাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি গণমাধ্যম এ বিষয়ে নানা ধরণের গুজব প্রচার করছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নানা ধরণের প্রোপাগান্ডা প্রচার করেছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে। জিয়াউর রহমানসহ এই পাঁচজন এবং তাদের পরিবার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২৪৯তম পর্বে শনিবার (১৩ ফেব্রুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র রিপোর্টার উৎপল দাস।
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার অগ্রজ মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ স্যারের কথার সূত্র ধরেই আজকের বিষয়বস্তুর ওপর আলোচনায় অংশ নিচ্ছি। ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে শুরু থেকেই হয়েছিল। এই ষড়যন্ত্রের ধারা অব্যাহত আছে। শুধু আল জাজিরাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি গণমাধ্যম এ বিষয়ে নানা ধরণের গুজব প্রচার করছে। সেখানে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে নানা ধরণের প্রোপাগান্ডা প্রচার করেছে। এতে আমি বিচলিত নই। যেহেতু নির্বাচন পর্যবেক্ষক হিসাবে জানিপপের মাধ্যমে আমি গত ৩০ বছর ধরে কাজ করছি, তাই তারা প্রচার করছে আমি নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলো থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে এসেছি। আসলে সেখানে কোনো গাড়ি বের হওয়ার মতো পথই নেই। সম্পূর্ণ মিথ্যাচার করে তারা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারছে কিন্তু ডিজিটাল বাংলাদেশে সকল সঠিক তথ্যই বেরিয়ে আসছে। তাই এ ধরণের অপপ্রচারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুই হচ্ছে না। উল্টো জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটানোর কারণে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিনদিন বাড়ছেই।