প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম
গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে সবাইকে অংশগ্রহন ও হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার হ্যা এর পক্ষে বলছে কারণ, সরকার গণ অভ্যুথানের গঠিত সরকার, গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট।
অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্তে মতবিনিময় সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাডসহ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।।