
ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এক নতুন, আশাব্যঞ্জক ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ‘‘ফিউচার ম্যাপ স্কুল’’ ঢাকার পাশে শিল্পনগরী টঙ্গী এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। সময়ের পরিক্রমায় বাংলা মাধ্যমের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, মানসম্মত এবং আলোকিত শিক্ষায় গড়ে তোলার প্রত্যয় নিয়ে শিল্পনগরী টঙ্গীর পাগার এলাকায় ‘‘ফিউচার ম্যাপ ইংলিশ ভার্সন স্কুল ’’ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
নতুন এই ‘‘ফিউচার ম্যাপ ইংলিশ ভার্সন স্কুল ’’ ক্যাম্পাস এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, মানসম্মত এবং আলোকিত শিক্ষা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। সম্প্রতি (৯ জানুয়ারি,২০২৬) উচ্ছ্বাস, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাসেভরা জাঁকজমক আয়োজিত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে ‘‘ফিউচার ম্যাপ ইংলিশ ভার্সন স্কুল ’’ ক্যাম্পাস উদ্বোধন করেন রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন।
ইংলিশ ভার্সন ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানটি একটি নতুন ও আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করেছে, যেখানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষর ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে এই প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার আলোয় শিক্ষার্থীদের গড়ে তোলা হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, ছাত্র-ছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের মধ্যে অনেকে ইংরেজিতে দুর্বল। এ দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ।
এ সময় বাংলাদেশ ডিজিটাল স্কুলের চেয়ারম্যান ইয়াহিয়া খান রিজন আরো বলেন, ইংরেজি বিষয় এখন আর কোনো ভয়ের বিষয় নয়, বরং দক্ষতার প্রতীক হিসেবে গড়ে উঠবে। এখানে শিশু ও কিশোররা আনন্দদায়ক পরিবেশে ইংরেজি দক্ষতা বাড়াতে পারবে। তাই শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ইংরেজি শেখার সুযোগ তৈরিতেই ইংলিশ ভার্সনের এই শিক্ষাপ্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে। এখানে তারা আনন্দদায়ক ও সহযোগিতামূলক পরিবেশে পড়ালেখা করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে আশা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাহার হোসেন, টি. আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম,ফিউচার ম্যাপ স্কুল এর পরিচালক নাজমুল হক রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড সচিব কায়সার আহমেদ সুমন, মোঃ আহাদ বাবু, জহিরুল ইসলাম, ঢাকা ডাইং রোড মার্কেট পরিচালনা সমিতির সভাপতি মোঃ জালাল ফকির, বিশিষ্ট সমাজসেবক মোশারফ ফকির, আবু তাহের,বাঘার বাড়িওয়ালী সমিতির সভাপতি মমিনুল হক সরকার, মুক্তি বাইতুল নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হাসান মিয়া, ইকরামুল মুসলিমীন সাহায্য সংস্থার সভাপতি মোঃ আলমগীর মাস্টার, আন্তর্জাতিক ইসলামিক সংগীত শিল্পী হাফেজ মোঃ ফুজায়েল আহমেদ, মুক্তি বাইতুল নূর জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক সেলিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল পাঠান,ক্যাশিয়ার মোঃ আব্বাস উদ্দিন, আল-মদিনা মসজিদ মহল্লা কল্যাণ সমিতির সভাপতি মফিজুল ইসলাম, তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ ফয়সাল আহমেদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।