বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব, মাগুরায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম

অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক অঙ্গীকার থেকে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬ (Hult Prize at ULAB 2025-26) বাস্তবায়ন করেছে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’। 

শনিবার (১০ জানুয়ারি) মাগুরার হাজিপুর গ্রামে মানবিক এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং।
মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় উপকৃত হন। শীতের তীব্রতা থেকে রক্ষা ও কিছুটা স্বস্তি পৌঁছে দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সিএসআর প্রকল্পের নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ উদ্যোগটিকে আরও প্রাণবন্ত করে তোলে।স্থানীয় পর্যায়ে উপস্থিত থেকে বিতরনে সহযোগিতা করেন।

এ্যাডঃ লুৎফুল হাকিম (নওরোজ), মোঃ তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (দিলু), অধ্যাপক মোঃ হাবিবুল হাকিম (শাহীন)
শীতবস্ত্র বিতরণের মুহূর্তে গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। তাদের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদই প্রমাণ করে যে মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com