বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলচক্র ধরা, নারীসহ আটক ৪৯
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ AM

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে নারীসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলমান পরীক্ষাকালে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ নানা ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধা জেলায় মোট ৪৩টি কেন্দ্রে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি ১১ জন আটক হন সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ জানান, পরীক্ষার সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশ, মিছিল এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ছিল।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণায় তা স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি পুনর্নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া হয় এবং সময় পরিবর্তন করে দুপুর ৩টায় নির্ধারণ করা হয়।

এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বরও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থী ও বহিরাগতসহ ৩৮ জনকে আটক করা হয়েছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com