বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
মতলব উত্তরে বিদ্যালয় ও মডেল মসজিদের ফটকে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম

মতলব উত্তরে ছেংগারচরে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে অব্যবস্থাপনায় গড়ে উঠেছে ময়লার ভাগাড়।

মতলব উত্তরে ছেংগারচরে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে অব্যবস্থাপনায় গড়ে উঠেছে ময়লার ভাগাড়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একেবারে সামনে গড়ে উঠেছে একটি বড় ময়লার ভাগাড়। বিদ্যালয় ও মসজিদের মূল ফটকের সামনের ডোবায় জমে থাকা এই ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে খুদে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি ও পথচারীদের জন্য।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের ময়লার স্তূপের পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে। পচা আবর্জনা, পলিথিন, নোংরা পানি আর মশা-মাছির ভিড়ে এলাকাটি এখন কার্যত এক অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে। অনেক সময় গবাদিপশুও ময়লার স্তূপে খাবার খুঁজতে দেখা যায়, যা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে।
স্থানীয় অভিভাবকরা জানান, ময়লার দুর্গন্ধে শিশুদের বমিভাব, মাথাব্যথা ও নানা ধরনের চর্মরোগের উপসর্গ দেখা দিচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, তখন ডোবায় জমে থাকা নোংরা পানি থেকে ডেঙ্গু ও অন্যান্য রোগের আশঙ্কা বাড়ে।

এলাকাবাসীর দাবি, শুধু একবার ময়লা পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। নির্দিষ্ট ডাম্পিং জোন নির্ধারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা ও নজরদারি নিশ্চিত করতে হবে। নইলে কিছুদিন পর আবারও একই অবস্থা ফিরে আসবে।

শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার সামনে এমন ময়লার ভাগাড় শুধু পরিবেশ দূষণই নয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান আনতে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুনায়েদ জানান, বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় থাকায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত পরিষ্কার ও স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হবে।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি বলেন, বিদ্যালয়ের সামনে এভাবে ময়লার ভাগাড় থাকা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা প্রতিদিন জীবাণুর ঝুঁকি নিয়ে স্কুলে আসছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হতে পারে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিদ্যালয়ের আশপাশের পরিবেশ শিক্ষাবান্ধব হওয়া অত্যন্ত জরুরি। বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিদ্যালয় ও মসজিদের সামনে ময়লার ভাগাড় থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। আমি ইতোমধ্যে বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। খুব শিগগিরই পৌরসভা পরিষদ ও সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা বিভাগের মাধ্যমে ময়লা অপসারণ ও স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com