প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি' প্রাণিসম্পদ হবে উন্নতি এই স্লোগানে ঝিকরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা খাদ্য কর্মকর্তা ফাতেমা সুলতানা। এসময় উপজেলার সকল দপ্তর প্রধানগণ, খামারী, পল্লী চিকিৎসকগণ, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।