প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার দায়িত্ব পালনকালে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করেন এবং তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের কথা উল্লেখ করেন।