
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশে লাখো মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিনের দলীয় বিভক্তি পেরিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা একই মঞ্চে একত্রিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চার কেন্দ্রীয় নেতা অনুষ্ঠানে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশে একই মঞ্চে ছিলেন চার মনোনয়ন–প্রত্যাশী।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি এবং মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথি সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি বলেন, “বাঞ্ছারামপুর ধানের শীষের ঘাঁটি। এখানে ডান–বামেরা ভুট্টা চাষ করতে চাইছে—সেটি হবে না। ধানের শীষের ঘাঁটিতে অন্য কারও জায়গা নেই।”
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিক শিকদার বলেন, “বাঞ্ছারামপুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চায়। আমরা ঐক্যবদ্ধ বিএনপি—দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব।”
আরেক নির্বাহী সদস্য এডভোকেট জিয়াউদ্দিন জিয়া বলেন, “কোনো জোটের শরিক প্রার্থী কিংবা ডান–বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের মানুষ গ্রহণ করবে না। ধানের শীষের প্রার্থীই এ আসনের জনগণের পছন্দ।”
অন্যান্য নেতারাও বলেন, “স্বাধীনতার এতো বছর পর বাইরে থেকে কেউ এসে বাঞ্ছারামপুরে জায়গা করে নিতে চাইলে বাঞ্ছারামপুরের মানুষ তা মেনে নেবে না।”
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “বহু বছর পর আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ধৈর্য ধরুন—খসড়া মনোনয়ন পরিবর্তন হয়ে চূড়ান্ত মনোনয়নে আপনাদের মুখে হাসি ফুটাব ইনশাল্লাহ। দল যে প্রার্থীকে চূড়ান্ত করবে, তার পক্ষে আমরা সবাই কাজ করব।”
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মেজর (অব.) সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ম. ম. ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, জেলা বিএনপির সহ আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, ভিপি নাজমুল হুদা, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল, অর্থ সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশিদ আকাশ, সদস্য সচিব, জিসান সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব আওলাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, সদস্য সচিব ফয়সাল আহমেদ সামি,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব লিটন সরকার,শাহাদাত হোসেন,বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, মোজাম্মেল হক বাবু,মনিরুল হাসান আব্দুল্লাহ,আশিকুর রহমান অন্তু সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।