চক্রান্ত বাদ দিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুন: ড. জালাল উদ্দিন

বিভিন্ন যাচাই-বাছাই ও মতলববাসীর মতামত যাচাই শেষে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মতলব সেতুর টোল প্লাজা এলাকায় ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. জালাল উদ্দিন বলেন, অনেক যাচাই-বাছাই, মতলবের মানুষের মনের কথা শোনার পরই আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন, তাদের প্রতি আহ্বান চক্রান্ত বাদ দিয়ে আসুন একত্রিত হই। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করি।
তিনি আরও বলেন, আমি ধর্মকে লালন করি, পালন করি; কিন্তু ধর্ম নিয়ে কখনো ব্যবসা করি না।
বিকেল থেকে শুরু হওয়া ব্যাপক গণসংযোগ ও পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে মতলব সেতুর টোল প্লাজা এলাকায়। শোভাযাত্রার পুরো পথজুড়ে ঢাক–ঢোল, ব্যানার ফেস্টুন, শ্লোগান আর বিভিন্ন রঙের পোস্টারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজারো নেতাকর্মী, যুবক-যুবতী ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।
গণসংযোগের বিভিন্ন স্থানে উৎসাহী মানুষ ফুল দিয়ে ড. জালাল উদ্দিনকে বরণ করে নেন। স্থানীয় দোকানপাট, ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটাররাও তাকে স্বাগত জানান। শিশু, তরুণ, প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে এলাকা পরিণত হয় মানবস্রোতে।
গণসংযোগ ও পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি বজায় রাখেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে পুরো পথসভা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় রাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের উপস্থিতি প্রমাণ করে, ড. জালাল উদ্দিন এখন চাঁদপুর-২ আসনে বিএনপির শক্তিশালী জনপ্রিয় প্রার্থী হিসেবে মাঠে নামছেন।
এসময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলার বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।