শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মনোনয়ন পরিবর্তন চেয়ে গৌরীপুরে কৃষক কৃষানীর রিভিউ আবেদন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম

১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর  আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আসনটির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর উপজেলার কৃষকরা।

শনিবার (২২ নভেম্বর)  উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামে ফসলের মাঠে দাঁড়িয়ে অর্ধশতাধিক কৃষক ক্রিকেটারের ভঙ্গিতে দাঁড়িয়ে রিভিউ আবেদন করেন।মইলাকান্ধা ইউনিয়নের  নারীরা কুলা দিয়ে ধান উড়িয়ে মনোনয়ন পরিবর্তন এর দাবী জানিয়েছেন। 

পরে কৃষকরা হিরণ সহ ২৪ নেতার বহিষ্কারদেশ প্রত্যাহার ও ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেয়ার  দাবিতে ফসলের মাঠে ধানের আঁটি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা স্লোগান দেন 'ধানের শীষে ভোট চাই মনোনয়ন পরিবর্তন চাই'। 'হিরণ ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, ধানের শীষে ভোট চাই।

কৃষক ফারুক আহমেদ বলেন,বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল । কিন্ত এরমধ্যেই হিরণ ভাই সহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমাদের এই কর্মসূচি।

কৃষক মরজত আলী বলেন, গৌরীপুরে বিএনপি বলতে আমরা হিরণকে বুঝি। এই এলাকার মানুষ ধানের শীষের প্রার্থী হিসাবে হিরণকে দেখতে চায়। আমাদের নেতা তারেক রহমানের কাছ দাবি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  মনোনয়ন রিভিউ হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

কৃষক ফখর উদ্দিন  বলেন, আমরা  আমরা খেটে খাওয়া কৃষক মানুষ। আমাদের দাবি আদায়ের ভাষাও ভিন্ন। আমরা হিরণ ভাইকে ধানের শীষের প্রার্থী হিসাবে দেখতে চাই। আমাদের এই দাবির মধ্য দিয়ে ময়মনসিংহ -৩ আসনটি রিভিউ করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে এই  আসনটি রিভিউ করেন এটাই দাবি।

এছাড়াও কর্মসূচিতে বক্তব্য দেন জিয়াউল হক শ্যমল, মোঃহারুন অর রশিদ,  মোঃ পাবেল মিয়া, মোঃবাবুল আকন্দ, মোঃ মালেক মিয়া, মোঃওয়াহাব মিয়া প্রমুখ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com