প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২২ নভেম্বর) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজনে এ ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন ফোরামের সহ- সভাপতি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুম। ডাকসুর ভিপি সাদিক কায়েম,চাকসুর ভিপি ইব্রাহিম রনি,রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী,২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান সহ অনান্যরা
ছাত্র যুব সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের যেসব কৃতি সন্তান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত হয় তাদেরও সংবর্ধনা দেয়া হয়। সমাবেশে নারী পুরুষের আগমনে কানাই কানাই ভরে উঠে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ ।