প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:১১ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:১৯ PM

যশোরের ঝিকরগাছায় পরিযায়ী মৌ'চাষীদের মধু সংগ্রহ শুরু হয়েছে। উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকন্ঠ নগর গ্রামের বিস্তীর্ণ সরিষা ক্ষেতের সরিষা ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে এই মধু। মধু সংগ্রহে রানী মৌমাছিকে বাক্সবন্দী করে রাখা হয়। রানীর খোঁজে দলে দলে ছুটে আসে পুরুষ ও শ্রমিক মৌমাছি। রানীর সন্তোষটি অর্জনে পুরুষ ও শ্রমিক মৌমাছিরা সরিষা ক্ষেতের টাটকা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এযেন সৃষ্টির এক অজানা রহস্য!
পেশাদার মধু সংগ্রাহক মৌয়াল সিরাজুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। মধু সংগ্রহের বহুদিনের অভিজ্ঞ ও পারদর্শী সিরাজুল ইসলাম জানালেন, বছরের প্রতিটি শীতকালীন মৌসুমে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে থাকেন তিনি।
এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। মধু সংগ্রহ কাজে মাসিক ১০/১২হাজার টাকায় বেতনভুক্ত কর্মচারী রেখেছেন ৪/৫জনকে। এরা সবাই নিজ এলাকার লোক। মধু সংগ্রহে বাড়তি তেমন খরচ নেই। ক্ষেত মালিককে একটু মধু দিলেই খুশি! বাড়তি কোন টাকা পয়সার চাপ নেই।
এবছর মধু সংগ্রহ ও বিক্রি করে লাখ টাকার লাভের আশা করছেন এই পরিযায়ী মধু সংগ্রাহক।