বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
শেখ হাসিনার ফাঁসির রায়ে জাবির পরিবারের সন্তোষ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম

২০২৪ সালের জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণ আন্দোলনে জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের উপর শেখ হাসিনার নির্দেশে পুলিশের নির্বিচারে গুলি ও প্রায় দেড় হাজার মানুষ নিহতের ঘটনার রায়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ ঝিকরগাছার সন্তান ইমতিয়াজ আহম্মেদ জাবির (২২) এর পিতা মোঃ নওশের আলী। 

সোমবার সন্ধ্যায় ঝিকরগাছার সন্তান শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের বাবা নওশের আলী সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির রায়ে তিনিসহ বেনাপোলে নিহত শহীদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার শহীদদের পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে অপর আসামী রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনকেও একই ভাবে ফাঁসির আদেশ দিতে হবে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। 

তার পারিবারিক সূত্রে তার পারিবারিক জানাগেছে, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর ছেলে  ইমতিয়াজ আহম্মেদ জাবির রাজধানীর সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০২৪ সালের (১৯ জুলাই শুক্রবার) জুম্মার নামাজ শেষে রাজধানীর বনশ্রীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় জাবির। পরে তার সহযোগিরা জাবিরকে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার প্রথমদফা সার্জারী করা হয়। পরবর্তীতে জাবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই ভোরে জাবির নিহত হয়। ওইদিন রাতে পুলিশের উপস্থিতিতে তড়িঘড়ি করে শহীদ জাবিরের লাশ দাফন করতে বাধ্য হয় পরিবার। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com