শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ!
গোলাপগঞ্জ, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দক্ষিন রায়ঘর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা মোঃ জালাল উদ্দিন তার সম্পত্তি দখল এবং পুলিশের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে।

ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, তার পরিবার বহু প্রজন্ম ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই জমিতে বসবাস ও নিয়মিত চাষাবাদ করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রভাবশালী ও আওয়ামীলিগ নেতা আব্দুস সুবহান ও তার সহযোগীরা জাল কাগজপত্র ব্যবহার করে তার জমি দখল করে।

তথ্যঅনুযায়ী, প্রথমবার সুবহান সশস্ত্র সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে তাঁর জমি দখল করেন। এ সময় জালাল উদ্দিন ও তার ছেলে রুহেল আহমেদ গুরুতরভাবে আহত হন। মাথা ও হাতে আঘাত পাওয়ার পর রুহেল চিকিৎসা নেন এবং পরবর্তীতে জীবন রক্ষা করতে দেশ ছাড়তে বাধ্য হন।

জালাল উদ্দিন আরও বলেন, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর এবং ২০২৪ সালের ২৭ মার্চ হামলার ঘটনায় মামলা করতে থানায় একাধিকবার গেলেও পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়। পুলিশ জানায়, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এর ঘনিষ্ঠ হওয়ায় সুবহানের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা নিতে পারবে না।

এমনকি ২০২৪ সালের ১৮ এপ্রিল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাঁর পরিবারকে হয়রানি করে এবং গ্রেপ্তারের হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে বাধ্য হয়ে তিনি ১ লক্ষ টাকা পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, “পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা না করে আমাদেরই হয়রানি করছে এবং ক্ষমতাবানদের স্বার্থে কাজ করছে। এতে সাধারণ মানুষের বিচার পাওয়া অসম্ভব হয়ে পয়েছে।”

বারবার থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফরিয়াদি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এর আদালতে আব্দুস সোবাহানকে প্রধান আসামী করে এবং অন্যান্য ছাত্রলীগ যুবলীগ অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হন। 

দীর্ঘদিন ধরে হামলা, হুমকি ও হয়রানির শিকার হয়ে পরিবারটি এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। জালাল উদ্দিন সরকারের হস্তক্ষেপ দাবি করে জানান, অবিলম্বে জমি দখল ও হয়রানি বন্ধ না হলে তার পরিবারের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com