বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দুরে রাখার জন্য একটি গোষ্ঠি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে: কামরুল
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:২১ পিএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুলের সমর্থন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজশনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামন কামরুল বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দুরে রাখার জন্য একটি গোষ্ঠি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে ঘাটে গ্রাম গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌছে দিতে হবে।
তিনি আরো বলেন, একটি দল চায়না দেশে ভোটাধিকার ব্যাবস্থা ফিরে আসুক,নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসুক। তারা চায় ছলে বলে কৌশলে পিআর এর নামে,জাতীয় নির্বাচনের আগে গনভোটের নামে দেশে একটা বিশৃংখলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে দিতে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী ,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক,জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা,ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।