বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
জাকেরকে নিয়ে যা বললেন ফাহিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন হতশ্রী পারফর্মম্যান্সের পর আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 

তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতার জায়গায় কিছুটা বাঁধা পড়েছে। টি-টোয়েন্টিতে আমাদের দল পরপর চারটা সিরিজ জিতেছে। সাধারণত আমরা এতটা প্রথাগত অধারাবাহিকতা দেখি না। সুতরাং, এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা অবশ্যই হতাশার, তবে বিষয়টা মেনে নিতে হবে।’

পরে নুরুল হাসান সোহান-জাকের আলিদের নিয়ে ফাহিম বলেন, ‘যে ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে আরও ভালো পারফর্ম্যান্স আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা যে শক্তি দেখিয়েছি, এবার সেটা পুরোপুরি ফুটে ওঠেনি। জাকের আলি অনিক কিংবা নুরুল হাসান সোহানের ওই জায়গাগুলোতে আমরা ভালো রান পাচ্ছিলাম। তারা ম্যাচজয়ী ইনিংসও খেলছিল। কিন্তু এবার সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।’

‘ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস আমরা দেখাচ্ছিলাম, সেটা এবার কিছুটা কমে গেছে। বিশেষ করে রান তাড়ার সময় কিংবা বড় স্কোর গড়ার সুযোগ আসলে আমরা তা কাজে লাগাতে পারিনি। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে আমাদের যে শক্তি দেখা গিয়েছিল, সেটা এবার কিছুটা অনুপস্থিত ছিল।’

তবে দলের ব্যর্থতাকে তিনি উন্নতির সুযোগ হিসেবেও দেখছেন, ‘এগুলো বোঝার এবং মেনে নেওয়ার বিষয়। অনেক সময় ভালো পারফর্ম্যান্স হয়, অনেক সময় হয় না। তবে একে বোঝার মানসিকতা থাকতে হবে। সময়ের সঙ্গে দল ভালো পারফর্ম করবে, আবারও আত্মবিশ্বাস ফিরে পাবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com