বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২

শিরোনাম: যুদ্ধবিরতির পর গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল   ১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার   জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক   ‘নাশকতার শঙ্কায়’ রাষ্ট্রীয় স্থাপনা ও থানায়-থানায় নিরাপত্তা জোরদার   নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা   শপথ নিলেন হাইকোর্টের ২১ বিচারপতি   ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গোয়ালন্দে পদ্মা নদীর পাড়ে বসেছে ইলিশের হাট, প্রকাশ্যে চলছে বেচাকেনা
আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে বসেছে মা ইলিশের হাট। প্রকাশ্যে চলছে বেচাকেনা। গত ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছের প্রজনন মৌসুম হিসাবে নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রয় করা, পরিবহন, সরবরাহ করা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে  কলা বাগান এলাকায়  চব্বিশ ঘন্টাই চলছে ইলিশ বেচাকেনা। 

এছাড়া  গ্রামেও  বিক্রি করা হচ্ছে  ইলিশ। প্রকাশ্যই চলছে  দেশের  জাতীয় মাছ ইলিশ ধংসর মহাৎসব।

শনিবার (১১ অক্টাবর)  উপজেলার দৌলতদিয়া ইউনিয়নর  দূর্গম এলাকা  চরকর্ণশন কলা বাগান গিয়ে দেখা যায়,  নিষেধাজ্ঞা উপেক্ষা করে  ইলিশ বেচা-কেনার জন্য অস্থায়ী হাট  বসছে। এখানে জেলে ও মাছ ক্রেতাদর জন্য বসেছে  খাবারর দোকান, সিংগারা-পুরীর দোকান, চায়ের দোকান, ইঞ্জিন চালিত নৌকার জন্য ডিজেল তেলসহ প্রয়াজনীয় নানা সমগ্রীর দোকান বসেছে। নির্বিঘ বেচা-কেনা হছে বিভিন সাইজর ইলিশ মাছ।  ইলিশ ক্রেতারাও অনেক কষ্ট শিকার করে ইলিশ কিনতে এখানে এসেছেন। 

অপরদিক দেখা যায়  পদ্মায় শত শত জেলে নৌকা মা ইলিশ শিকার করে যাচ্ছেন। কেও  আবার ইলিশ শিকার করে ফিরে আসছেন এই অস্থায়ী হাটে । এক  কথায় বলা যায়, মহা ধুমধাম কেনাবেচা চলছে মা ইলিশ।
 
এখানকার জেলেরা অনেকটাই মারমুখী। সেখান পৌছায়েই তাদর নানা জেরার মুখে পড়ত হয়। এসময় তারা ঔদ্ধত্ব দেখিয় জানায়, এখানে কোন অভিযান দল আসলে  তারা তাদর প্রতিরাধ করবেন।

মা ইলিশ রক্ষায় অভিযান নিয়ে  ইলিশ ধরা নিয় জেলেরা দিচ্ছে নানা যুক্তি। তারা বলছেন, পদ্মা নদীর এই এলাকায় সারা বছর খুবই কম ইলিশ মাছ ধরা পড়। শুধু এই নিষধাজ্ঞাকালীন সময় ঝাক ঝাক ইলিশ ধরা পরে। কেউ কেউ বলেন, ‘এই ইলিশ যদি আমরা এখন নাও ধরি, তবুও এ সকল ইলিশ পদ্মা নদীত থাকবে না। এগুলা ভারতে চলে যাবে। তাই তারা এ সময়  ডিমওয়ালা ইলিশ শিকার করছন।

পদ্মা পাড়ে ১ কেজি ওজনর ইলিশ ১৫শ থেকে ১৮ শ টাকা কেজি দর বিক্রি হচ্ছে।  আর মাঝারি সাইজের ইলিশ সাড়ে সাতশত টাকা  দরে বিক্রি হচ্ছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রীনাথ সাহা জানান, ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলছে । তার মধ্যেও তাদের আভিযানিক দল যে দিক যান, অপর দিক সুযোগ বুঝে জেলেরা মা ইলিশ শিকার শুরু করে দেন। 

তাদের সমস্ত জনবল দিয়ে সার্বক্ষনিক নদীতে  টহল রেখেছেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সম্বনয় করে মা ইলিশ রক্ষায় তারা সর্বত্মক চষ্টা চালিয় যাছন বল তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো; আসাদুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন গত ৩ অক্টোবর থেকে  নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। কলা বাগান এলাকায় পদ্মা নদী পাড়ে ইলিশ মাছের হাট প্রসঙ্গে তিনি আরো বলেন,  দ্রুত কলা বাগান এলাকায় যৌথ বাহিনী সহ অভিযান পরিচালনা করা হবে।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com