প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:২৮ AM

নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌরসভার জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন জয়পুর যুব সংঘ।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
এসময় জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল কবির চন্দন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএম তৌহিদুজ্জামান, জেসিজি মধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন সরদার, সাবেক ছাত্র নেতা মোঃ আনিচুর রহমান কামাল, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর শেখ, মোঃ নজরুল শেখ, মোঃ হাফিজার শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করেন জয়পুর ফুটবল একাদশ বনাম লংকারচর ফুটবল একাদশ।
খেলা পরিচালনা করেন মোঃ আমিনুর রহমান প্রিন্স, মোঃ তবিবুর রহমান ও আব্দুল্লাহ ফারুক লেবু।