বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অসহায় পর্যটক ও স্থানীয়রা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ AM আপডেট: ০৬.১০.২০২৫ ১২:৪৫ এএম

ছিনতাইয়ের হটস্পটে  পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। প্রতিদিন শহরের কোথাও না কোথাও ছিনতাইকারীদের কবলে পড়ছেন লোকজন। রাত আর দিনে সমানভাবে চলে ছিনতাই। শহরে অব্যাহত ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটক ও স্থানীয়দের মাঝে। শহরের অন্তত ৩০-এর অধিক স্থানে ছিনতাইকারীদের অপ্রতিরোধ্য দৌরাত্ম্য রয়েছে।

এদিকে কক্সবাজারে সদর থানার ১২ নং ওয়ার্ড এর কলাতলী এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পানসি রেস্টুরেন্টের সামনে ছিনতাইকারীরা মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, তিনি কলাতলী এলাকায় অবস্থানকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়া হয়। ছিনতাইয়ের সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি জানান, তার খোয়া যাওয়া ফোনটি একটি *VIVO Y20* মডেলের মোবাইল। মোবাইলের আইএমইআই নম্বর যথাক্রমে: *868195077503653/ *868195077503646, ব্যবহৃত মোবাইল নাম্বার: 01710922764, 01614606007

ঘটনার পরপরই আমিনুল ইসলাম কক্সবাজারে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে কক্সবাজার সদর থানার এসআই চিন্ময় বড়ুয়া জানান, আমরা ঘটনা এলাকা পরিদর্শন করেছি কিন্তু আশে পাশের প্রতিষ্ঠানের বাইরে সিসি ক্যামেরা থাকা শর্তেও সেগুলো সচল না থাকায় সেগুলো থেকে ফুটেজ উদ্ধার করা যায়নি।

ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাধারণ মানুষ আতঙ্ক প্রকাশ করে বলেন, কক্সবাজারে  প্রতিনিয়ত এ ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com