প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ AM আপডেট: ০৬.১০.২০২৫ ১২:৪৫ এএম

ছিনতাইয়ের হটস্পটে পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। প্রতিদিন শহরের কোথাও না কোথাও ছিনতাইকারীদের কবলে পড়ছেন লোকজন। রাত আর দিনে সমানভাবে চলে ছিনতাই। শহরে অব্যাহত ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটক ও স্থানীয়দের মাঝে। শহরের অন্তত ৩০-এর অধিক স্থানে ছিনতাইকারীদের অপ্রতিরোধ্য দৌরাত্ম্য রয়েছে।
এদিকে কক্সবাজারে সদর থানার ১২ নং ওয়ার্ড এর কলাতলী এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পানসি রেস্টুরেন্টের সামনে ছিনতাইকারীরা মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, তিনি কলাতলী এলাকায় অবস্থানকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়া হয়। ছিনতাইয়ের সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি জানান, তার খোয়া যাওয়া ফোনটি একটি *VIVO Y20* মডেলের মোবাইল। মোবাইলের আইএমইআই নম্বর যথাক্রমে: *868195077503653/ *868195077503646, ব্যবহৃত মোবাইল নাম্বার: 01710922764, 01614606007
ঘটনার পরপরই আমিনুল ইসলাম কক্সবাজারে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে কক্সবাজার সদর থানার এসআই চিন্ময় বড়ুয়া জানান, আমরা ঘটনা এলাকা পরিদর্শন করেছি কিন্তু আশে পাশের প্রতিষ্ঠানের বাইরে সিসি ক্যামেরা থাকা শর্তেও সেগুলো সচল না থাকায় সেগুলো থেকে ফুটেজ উদ্ধার করা যায়নি।
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাধারণ মানুষ আতঙ্ক প্রকাশ করে বলেন, কক্সবাজারে প্রতিনিয়ত এ ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে।