প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪ AM

বিসিবির পরিচালক হবে বলে গতকালই জাতীয় নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আব্দুর রাজ্জাক রাজ। একদিন পরই সেই লক্ষ্য পূরণ হয়েই গেছে বলা যায়। কারণ, বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, খুলনা আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা জেলা থেকে তিনটি মনোনয়নপত্র নেওয়া হলেও আজ জমা পড়েছে দুটি। তাই রাজ্জাকের পাশাপাশি একই জেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন জুলফিকার আলী খান। একইভাবে বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামসকেও পরিচালক হওয়ার জন্য লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে না।
পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাটাগরি ১,২ ও ৩ মিলে মোট ৬০ টির মধ্যে জমা পড়েছে ৫১টি মনোনয়ন। রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ ও সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। যে দুটি মনোনয়নপত্র জমা পড়েনি তার একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলশিপ নিয়েছিলেন তিনি, কিন্তু জমা দেননি।
আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন। সাবেক ক্রিকেটার দেবব্রত পাল যিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর , সাবেক অধিনায়ক ক্যাটাগরির খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। এই ক্যাটাগরিতে রয়েছে পরিচালক পদ মাত্র একটি।