
বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বিএনপি'র ইতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে দল কীভাবে জনগণের পাশে থাকবে, সে বিষয়ে আলোচনা করেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এস এম জিয়াউদ্দীন হায়দার স্বপন। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি বদ্ধপরিকর। তার বক্তব্যে তিনি বিএনপি সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথাও স্মরণ করেন। তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সব সময় ইতিবাচক রাজনীতি করে। বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালেদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের বর্তমান সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাবেক সভাপতি মোঃ নুরুল আলম ফরিদ, মেহেরুন্নেছা বেগম, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশান্ত ঘোষ।
মতবিনিময় সভায় ড. এসএম জিয়াউদ্দীন হায়দার স্বপন বরিশালের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে বলেন, এই অঞ্চলের কৃষিখাত, শিল্প এবং পর্যটনকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব। তিনি জনগণের সহযোগিতা কামনা করেন এবং বলেন, বিএনপি দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও উন্নয়নে বিশ্বাস করে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে পারলে দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপন ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দলের সার্বিক উন্নয়ন, ঐক্য ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারীবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ৩০ বছর এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টিরও বেশি দেশে স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে কাজ করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্বব্যাংক থেকে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। তার দুই ভাই অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল ও ডা. এস.এম আনোয়ার পারভেজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ছাত্র সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। দেশে উন্নয়ন কেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি তিনি শুরু করেছেন, তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করবো।”
উল্লেখ্য, ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন করোনাকালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে লেখালেখি করেন।
তিনি স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও নিয়মিত মতামত প্রকাশ করে আসছেন। চলিত বছরের ১০ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার তথ্য জানান।