শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ পিএম

এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডব। লংকান সাবেক এই অধিনায়কের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।

এই ম্যাচে জয় পেতে হলে ১২০ বলে ১৬৯ রান করতে হবে টাইগারদের। এশিয়া কাপের ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

শুধু তাই নয়, টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনালে খেলতে হলে সুপার ফোরের তিন ম্যাচের মধ্যে দুটিতে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। বাংলাদেশের পরের দুই ম্যাচ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। সেই ওভারে তিনি ৮ রান খরচ করে এক উইকেট নেন। নিশাঙ্কার বিদায়ে ৫ ওভারের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪৪ রান।

তাসকিনের পর শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত হানেন শেখ মাহেদী হাসান। শ্রীলংকান ওপেনার ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান মাহেদী। এরপর ৯.১ ওভারে দলীয় ৬৫ রানে কামিল মিশারাকে ফেরেন মাহেদী।

১৩.৪ ওভারে দলীয় ৯৭ রানে কুশাল পেরেরাকে মোস্তাফিজুর রহমান। তিনি ১৬ বলে ১৬ রান করে ফেরেন। 

৯.২ ওভারে ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকান। ৮ বলে তার সংগ্রহ ছিল ১০ রান। এরপর প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। ১৭তম ওভারে নাসুম আহমেদের ওপর রীতিমতো তাণ্ডব চালান দাসুন শানাকা। সেই ওভারে দুই ছক্কা আর এক চারে ১৭ রান আদায় করে নেন।

এরপর ১৮তম ওভারের শেষ বলে শরীফুলকে পরপর দুই বলে ছক্কা হাঁকান শানাকা। তার ব্যাটিং তাণ্ডবের কারণেই ৭ উইকেটে ১৬৮ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। শানাকা ৩৭ বলে তিন চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com