শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তরুণ প্রজন্মকে মাদক ও কুসংস্কারের ছোবল থেকে দূরে থাকতে হবে: ওসি মিজানুর রহমান
হাফিজুর রহমান শিমুল
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম। কলেজের সিনিয়র প্রভাষক আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন। 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নতুন অধ্যায়ে তোমাদের স্বাগতম। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল শক্তি। নিয়মিত পাঠ্যাভ্যাস, শৃঙ্খলা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে তোমাদের আলোকিত মানুষ হতে হবে। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। 

শিক্ষার্থীদের সততা ও শৃঙ্খলাপরায়ণতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন- “তরুণ প্রজন্মকে মাদক ও কুসংস্কারের ছোবল থেকে দূরে থাকতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, শিক্ষার আলো ছাড়া জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস,  বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী তৌহিদ হাসানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ সময় শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com