বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
জিয়াউল আহসানের সঙ্গে ঘনিষ্ঠতা, মনোনয়নপ্রত্যাশী নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক গুরুতর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করে জেলা বিএনপি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, আসাদুল ইসলাম ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন’, ‘আয়নাঘরের মাস্টারমাইন্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার হিসেবে সম্পৃক্ত’ এবং ‘দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত’ ছিলেন।

বহিষ্কারের বিষয়ে আসাদুল ইসলামের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ব্যবসায় যুক্ত হন। গত বছর ৫ আগস্ট এলাকায় ফিরে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং তাঁর একটি অনুসারী গোষ্ঠীও গড়ে ওঠে।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করা হয়। বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “আসাদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com