শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম

কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে ব্রিজের দক্ষিন পারে সমাবেশ অনুৃষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দীন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম। 

এসময়ে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মৌতলার সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মথুরেশপুরের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরু, ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, তারালীর সাবেক আহবায়ক এনামুল হক এনাম, চাম্পাফুল ইউনিয়নের সাবেক আহবায়ক আবুল কালাম মেম্বর, নলতার সাবেক সদস্য সচিব মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীর, সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক মিলন, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সম্পাদিকা তৈয়েবা তোহা প্রমুখ।

 একই সময়ে বিএনপির অপর অংশের র‍্যালী ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে ফুলতলা মোড় ঘুরে ডাকবাংলা মোড়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুৃষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com