প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:১৭ AM

ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাজিরালী ব্র্যাক অফিসের হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক্স রিইন্টিগ্রেশন এস এম আরিফিন।
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোরাদুজ্জামান, সেক্রেটারি ইউপি সদস্য মনিরা খাতুন, কমিটির সদস্য ও ইউপি সদস্য কাকলী খাতুন ও ইসমাইল হোসেন, জিহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, রওশন আরা, সাজু আহমেদ, মোহাম্মদ রোকন, নাসরীন আক্তার প্রমখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম আরিফিন বলেন, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মের কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে। ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পূনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কাউসেলিংসহ আইনি সহায়তায় ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছেন।