প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১:৫০ AM

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার সিআইডি টিম এ অভিযানে অংশ নেয় এবং স্থানীয় পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, জুলাই হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ১৭ আগস্ট “জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)” নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সরকারকে তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেয়।
সংগঠনটির দাবি ছিল, আফ্রিদি শুধু বর্তমান সময়েই নয়, অতীতে রাজনৈতিক কার্যক্রমেও অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।
ফেসবুক পোস্টে জেআরএ লিখেছিল, “কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার করতে হবে। আফ্রিদি বাংলাদেশেই আছে, প্রমাণস্বরূপ ছবিও দেওয়া হলো।”