শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এশিয়া কাপের আগে বিপাকে ভারতীয় ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম

এশিয়া কাপের আগে স্পন্সর নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটে। দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইনের কারণে বেঁকে বসেছে ভারতীয় দলের প্রধান স্পন্সর ‘ড্রিম ইলেভেন’।

অনলাইন গেমিং বিলে ভারতের রাষ্ট্রপতি সই করার পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা বিনিয়োগ করে খেলার সব রকম অনলাইন গেম বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের পক্ষে সম্ভবত আর ভারতীয় দলের স্পন্সর থাকা সম্ভব হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) নাকি নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ‘ড্রিম ইলেভেন’ কর্তৃপক্ষ।

ভারতীয় দলের টাইটেল স্পন্সর হিসেবে ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ‘ড্রিম ইলেভেন’। তিন বছরের জন্য ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি রুপি দিয়েছে তারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন আইনের ফলে সংস্থার আয়ের প্রধান উৎসই এখন বন্ধ। তাদের মূলত মুনাফা হতো রিয়েল মানি ফ্যান্টাসি গেমিং থেকে। ফ্যানকোড, ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলো চালু থাকলেও আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।

এই পরিস্থিতিতে তাদের পক্ষে ভারতীয় দলকে স্পন্সর করা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিসিসিআই কর্মকর্তারাও উদ্বিগ্ন। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, ‘বিষয়টা অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিটা নীতি অনুসরণ করে চলবে বিসিসিআই।’

২০২৩ সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ভারতীয় দলের জার্সিতে ‘ড্রিম ইলেভেন’-এর লোগো দেখা গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজেও শুভমান গিলদের জার্সিতে ছিল এই সংস্থার লোগো। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে কোনও টাইটেল স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলতে হতে পারে।

বিসিসিআই বা ‘ড্রিম ইলেভেন’ সরকারিভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, নতুন স্পন্সরের খোঁজ করতে শুরু করেছে বোর্ড। একাধিক সংস্থার সঙ্গে যোগযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তারা। এশিয়া কাপের আগে কোনও কোনও সংস্থা এগিয়ে না এলে ভারতীয় দলকে খেলতে হতে পারে টাইটেল স্পন্সর ছাড়াই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com