শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জে চলতি বন্যায় পদ্মা পাড়ের হাজার হাজার পরিবার দুর্ভোগে
কৃষি-শিক্ষা ও স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জের পাঁচটি ইউনিয়নে হাজার হাজার পরিবার বন্যায় পানিবন্দি হওয়ার পর সাম্প্রতিক দিনে পানি কমলেও শুরু হয়েছে পদ্মার ভাঙন। এতে ঘরবাড়ি, আবাদি জমি ও শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পদ্মা তীরের অন্তত বারো হাজার পরিবার এখনো দুর্ভোগে রয়েছেন। পানিবাহিত রোগ, খাদ্য সংকট ও চিকিৎসা সেবার অভাবে স্বাস্থ্যঝুঁকিতেও ভুগছেন বানভাসিরা।

সদর উপজেলার ৪ নম্বর বাঁধ এলাকায় ভাঙনের কারণে গৃহহারা  মানুষ গুলো  টিনের ছাউনি তুলে বসবাস করছিললেন। তবুও বন্যার পানিতে তাদের  শেষ আশ্রয়স্থল ভেসে যাওয়ায় পড়েছিলেন  মারাত্মক দুর্ভোগে।  বর্তমানে পানি নেমে যাওয়ার পর জায়গাগুলো কর্দমাক্ত রয়েছে। তাজকেরা নামক ক্ষতিগ্রস্থ একজন নারী জানান কাদায় রান্না বান্না করা  যাচ্ছেনা।  গত দুদিন যাবত ছোট  বাচ্চা দুটো জরের কবলে পড়েছে।  স্থানীয় বাজার থেকে ঔষধ এনে খাওয়ার পর কিছুটা সুস্থ হয়েছে।

পদ্মার পানি প্রবেশ করায় জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মাদরাসা রয়েছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, শুধু শিবগঞ্জেই ১ হাজার ২৭২ হেক্টর আউশ ধান, ৫২ হেক্টর সবজি ও ১৩ হেক্টর হলুদ পানিতে নষ্ট হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান বলেন, সদরে ৫৪০ হেক্টর আউশ ধান, ৩৫ হেক্টর সবজি ও ২০ হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, নারায়ণপুর ইউনিয়নের সেফালি মোড়, কারেন্ট চর, এগারো রশিয়া, জোহরপুর উত্তরপাড়া ও আলাতুলি ইউনিয়নের চর আলাতুলি, আলাতুলি, কোদালকাঠি গ্রামের ১২০০ পরিবারের মাঝে  ১৫ কেজি চাল ও ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেজ দেয়া হবে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, পাঁকা উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের দেড় হাজার পরিবার মাঝে ২০ কেজি, ১০ কেজি ৩০ কেজি চাল ধারাবাহিক ভাবে দেয়া হয়েছে।এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কয়েক দিন আগে বানভাসি ২৮৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন বিতরণ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ২৫ কিলোমিটার নদীভাঙনের ঝুঁকি রয়েছে। এর মধ্যে পোলাডাঙ্গা বিওপি ও মনোহরপুরে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধে কাজ চলছে। তিনি আরও জানান, পদ্মার পানি বিপৎসীমার ১২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাঙন বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করে পর্যাপ্ত প্রণোদনা দেয়া হবে। এক্ষেত্রে ইউনিয়ন উপ সহকারি কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জে চলতি বন্যায় ১২ হাজার পরিবার, প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি। দূষিত পানি ও বন্যার মধ্যে চলাফেরায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়, চুলকানি ঘা ও হেপাটাইটিসসহ নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্যাপ্ত চিকিৎসা না পেলে পরিস্থিতি মহামারির আকার নিতে পারে। বানভাসিরা বিশেষ মেডিকেল টিম মোতায়েনের দাবি করছেন, এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম শাহাব উদ্দীন বলেন, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের ৫টি গ্রামে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে। পানিবন্দি মানুষদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগন্জের পাঁকা উজিরপুর, দুর্লভপুর মোনাকষা, নারায়নপুর ও আলাতুলি ইউনিয়ন এর  চেয়ারম্যান গন জানান চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আরও ত্রানের দাবী  করেছেন। 

স্থানীয়রা বলছেন, এ বছর পদ্মার ভাঙন ও বন্যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউবা খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে বসবাস করছেন। শিক্ষা, কৃষি ও জীবিকার পাশাপাশি এখন মানুষের মৌলিক চাহিদাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের  জে লা প্রশাসক এর কার্যালয় সুত্রে জানা গেছে ৬টি ইউনিয়নের  চলতি বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের সঠিক তালিকা ও প্রনয়ণ ও ক্ষতির হার বিবেচনায় এনে পুনর্বাসন করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com