স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোঃ বোরহান উদ্দিনকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিলেট সিটি করপোরেশনের সম পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজী মোঃ বোরহান উদ্দিন সিলেট সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন। তিনি নিজ নিজ পদবী ও বেতন-ভাতাদি সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া আরও বলা হয়, দায়িত্ব পালনের জন্য বোরহান উদ্দিনকে দ্রুততম সময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।