শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জে আট হাজার পরিবার পানিবন্দী
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আগ্রাসী পদ্মা নদীর ভয়ংকর রুদ্রমূর্তি ধারন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:২৯ পিএম

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে চাঁপাইনবাবগঞ্জের আগ্রাসী পদ্মা নদী পানির তোড়ে  রুদ্রমূর্তি ধারন করে ভয়ংকর রুপে  চোখ রাঙাচ্ছে। এতে চাঁপাইনবাবগঞ্জের চর অন্চল সহ ছয়টি ইউনিয়নের আট হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল, বন্ধ হয়ে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের তথ্যমতে, বন্যার পানি বিপদসীমা ছুঁতে এখনো মাত্র ৩২ সেন্টিমিটার বাকি।

সরেজমিনে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি নারায়নপুর, শিবগঞ্জ উপজেলার   পাঁকা ও উজিরপুর ইউনিয়নের পুরো এলাকা এবং দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে। গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে অনেক পরিবার। শিশুদের রাখা হয়েছে চকি বা টেবিলের ওপর। আশ্রয়কেন্দ্র না থাকায় অনেকেই স্কুল ভবন ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাদশাহপাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মণ্ডল বলেন, মাত্র কয়েকদিন আগে পদ্মার ভাঙনে আমার শেষ সম্বলটুকু হারিয়েছি। খোলা আকাশের নিচে ছিলাম, এখন আবার বন্যায় সব তলিয়ে গেছে। পরিবার নিয়ে এখন পুরোপুরি নিরুপায়।

দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, ইউনিয়নের তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি।” পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, “বন্যার পানি ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। 
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম বলেন, “পদ্মার পানি বর্তমানে  বিপদসীমার  ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, পানিতে ডুবে গেছে ৪২৭ হেক্টর জমির ফসল। এর মধ্যে ৩৯৫ হেক্টর আউস ধান, ২৫ হেক্টর সবজি, পাঁচ হেক্টর হলুদ ও দুই হেক্টর কলা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান নারায়ণপুর ইউনিয়ন এর সেফালি মোড়,কারেন্ট চর,এগারো রশিয়া,জোহরপুর উত্তর পাড়া ও আলাতুলি ইউনিয়ন এর চর আলাতুলি, আলাতুলি, কোদালকাঠি গ্রামের ১২০০ পরিবারের মাঝে আগামীকাল ১৫ কেজি চাল ও ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেজ দেয়া হবে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান পাঁকা উজিরপুর ও দুর্লভপুর  ইউনিয়ন এর ৯০০ পরিবারের মাঝে ২০ কেজি, ১০ কেজি ৩০ কেজি চাল ধারাবাহিক ভাবে দেয়া হচ্ছে।  তিনি আরও বলেন দুর্লভপুর ইউনিয়নে ৮০ টি পরিবারের মাঝে চাল দেয়া হয়েছে।  এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক দুদিন আগে বানভাসি  ২৮৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন বিতরন করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলি বলেন, ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হয়েছে এবং প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার, টিন, নগদ টাকা ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান বন্যার বিষয় মনিটরিং করা হচ্ছে যাতে কোন বানভাসি মানুষজন  কষ্টের মধ্যে না পড়েন। তিনি আরও বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর  ও শিবগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলা কর্মকর্তাবৃন্দকে  চোখ কান খুলে বানভাসি মানুসের সকল ধরনের সয়ায়তা করার নির্দেশ দেয়া হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com