শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
লিটনের প্রতি আমাদের বিশ্বাসটা রাখা উচিত: বুলবুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:০৯ পিএম

সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো করতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে টপঅর্ডাররা। অবশেষে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। পরবর্তীতে বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরেন টাইগার বোলাররা।

রিশাদ-শরিফুলদের তোপে দলীয় শত রানের আগেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে ৮৩ রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এ ছাড়া ৪৮ রান করেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

লিটনের রান করতে পারা নিয়ে খুশি সমর্থকরা। গেল কয়েক ম্যাচ ধরে সাদা বলের ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। যে কারণে প্রশ্ন উঠছিল লিটনের সামর্থ্য নিয়েও। অধিনায়কের ব্যাটে রান নিয়ে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। জানালেন চিরায়ত সেই ক্রিকেটের কথাও।

আজ (সোমবার) সঙ্গে আলাপকালে বুলবুল বলছিলেন, 'কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটনের প্রতি আমাদের বিশ্বাসটা রাখা উচিত। তবে আমি কাউকে একক কৃতিত্ব দিতে চাই না। এই জয়ের পেছনে দলীয় পারফরম্যান্সের ভূমিকা বেশি। শামীম-লিটন সবাই ভালো খেলেছে। বোলিংয়ের সময় দেখেন সবাই ভালো করেছে। এখান থেকে পেছনে না তাকিয়ে যত কম ভুল করা যায় আর কি, সামনে এগোতে হবে।'

বাংলাদেশ দল সবশেষ কবে সিরিজ জিতেছে মনে করতে হলে অনেকটা পেছনে ফিরতে হবে। চলতি বছর এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেননি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজটি অবশ্য এখনো জয় করার সুযোগ রয়েছে। আগামী বুধবার শেষ ম্যাচটি জিতলে সিরিজ জয়ের সুযোগ থাকছে লিটনের দলের।

বিসিবি সভাপতি অবশ্য আশা ছাড়ছেন না। বুলবুল বিশ্বাস রাখছেন শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের জয় পরাজয়ের কথা মনে করিয়ে দিলেন তিনি আবারও। একইসঙ্গে উন্নতির তাগিদ দিয়ে রাখলেন বুলবুল। 

বিসিবি সভাপতি বলছিলেন, 'অবশ্যই' সিরিজ জেতা সম্ভব। দেখেন এই সিরিজের আগে একটা জেতা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি। তারপর একটা টেস্ট হারলাম, তারপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা আমাদের জেতা ছিল। কিন্তু আমরা ব্যাটিং কলাপ্সের কারণে হেরে গেলাম। দ্বিতীয়টা আমরা জিতলাম, এরপরে আবার হারলাম। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটাও হারলাম, গতকালকে জিতলাম। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় উন্নতি করলে আরো ভালো করবে।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com