বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সীমান্তের ওপারে গাছে ঝুলছিল বাংলাদেশি যুবকের মরদেহ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৪৮ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের পিনারসালা থানার পুলিশ বিএসএফের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত জাকারিয়া (২১) উপজেলার রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বৃহস্পতিবার জাকারিয়ার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন প্রথম দেখতে পান বেলা ১১টার দিকে। মরদেহের অবস্থান ছিল সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে।

এরপর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি এবং বিজিবিকে বিষয়টি অবগত করলে, বিজিবি বিএসএফকে জানায়। কিন্তু ভারী বর্ষণের কারণে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করতে বিলম্ব করে। অবশেষে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন জাকারিয়া। পরে তার চাচা মো. গিয়াস উদ্দিন বিজিবিকে খবর দেন। বিজিবি প্রাথমিক তদন্তে মনে করছে,পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়া জাকারিয়া ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আত্মহত্যা করতে পারেন।

এদিকে আজ শুক্রবার (২০ জুন) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুই দেশের পুলিশের মধ্যে মরদেহ হস্তান্তর-গ্রহণ সম্পন্ন হবে বলে জানা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com