বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২

শিরোনাম: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ   হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম   সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা   গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩   সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা   গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি   পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকায় ফিরছেন না মারুফ, নতুন দূত পাঠাচ্ছে ইসলামাবাদ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৪৭ পিএম

হঠাৎ ছুটিতে যাওয়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আর ঢাকায় ফিরছেন না। তার জায়গায় ইসলামাবাদ নতুন হাইকমিশনার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্পোকসম্যান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ইমরান হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জং এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্বের সমাপ্তি ঘটিয়ে পাকিস্তানে ফেরত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পাকিস্তানে রয়েছেন।

গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে। সাধারণত, কোনো বিদেশি কূটনীতিক তার স্টেশন ছেড়ে গেলে স্বাগতিক দেশকে তার যাওয়া-আসার সময় জানানোর রীতি। কিন্তু পাকিস্তান হাইকমিশন শুধুমাত্র মারুফের ঢাকা ছাড়ার তথ্য জানায়। পরবর্তীতে অবশ্য পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও এখনো ঢাকায় ফেরেননি মারুফ।

২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের দায়িত্ব নেন সৈয়দ মারুফ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঢাকায় আসা পাকিস্তানের হাইকমিশনার শুরু থেকে বেশ সক্রিয় ছিলেন, যেখানে তার পূর্ববর্তী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ছিলেন তার উল্টো। সাবেক হাইকমিশনার অনেকটা নীরবে ঢাকা মিশন শেষ করেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অতি সক্রিয় হয়ে ওঠেন সৈয়দ মারুফ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার পাশাপাশি সরকারি-বেসরকারি নানা পর্যায়ে তিনি নিয়মিত বৈঠক করে আসছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রসচিবসহ বিভিন্ন সফর আয়োজনে তিনি সক্রিয় ভূমিকাও রাখেন।

মারুফ এ সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা চষে বেড়িয়েছেন। ঢাকা ছাড়ার আগে তিনি রাজশাহী এবং কক্সবাজার জেলা সফর করেন। তার সর্বশেষ কক্সবাজার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা ওঠে। তবে হঠাৎ তার ছুটিতে যাওয়া বেশ আলোচনার জন্ম দেয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, কূটনীতিক ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছেন। ইমরান ২০১৯–২৩ অবধি তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০১৬–১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com