সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির   বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না: সালাহউদ্দিন আহমেদ   উত্তরায় অনুষ্ঠিত হলো ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা   নতুন পে-স্কেল নিয়ে যে সুখবর আসছে এই মাসেই!   মন্ত্রণালয়ে বৈঠকের পর সয়াবিন তেলের দাম যত বাড়ল!   আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা   দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইরান-ইসরায়েল সংঘাতের মাখন খাচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৩৯ পিএম

ইরানের ভূখন্ডে ইসরায়েলের অতর্কিত হামলায় গোটা বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। বিশ্বনেতাদের এক মঞ্চে হওয়ার আনুষ্ঠানিকতার মধ্যেও পাত্তা পাচ্ছে না রাশিয়া-ইউক্রেন ইস্যু। 

পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেও মনোযোগ হারিয়েছে এই আলোচনা। কৌশলগত দৃষ্টিতে যাকে রাশিয়ার ‘প্লাস পয়েন্ট’হিসেবে দেখা হচ্ছে।  এই তথাকথিত ‘প্লাস পয়েন্টের’‑এর মধ্যে রয়েছে বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়া এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়া।

সোমবার (১৬ জুন) সকালে এক প্রতিবেদনে এমন  তথ্য জানিয়েছে রাশিয়ার দৈনিক ট্যাবলয়েড পত্রিকা মস্কভস্কি কোমসোমোলেতস। খবর বিবিসির

ট্যাবলয়েডটি দাবি করে, ‘কিয়েভকে সবাই ভুলে গেছে।’

এদিকে, ব্যবসা-বাণিজ্য বিষয়ক দৈনিক কোমেরসান্ত লিখেছে, ‘মধ্যপ্রাচ্যে যেকোনো উত্তেজনা ইউক্রেন থেকে মনোযোগ সরিয়ে দেবে এবং সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের অগ্রাধিকার বদলে দিতে পারে।’

পত্রিকাটি লিখেছে, ‘তাত্ত্বিকভাবে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে। সংকট পুরোপুরি কাটাতে না পারলেও অন্তত উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। এতে মস্কো ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে পারবে।’

তবে কোমেরসান্ত সতর্ক করে লিখেছে, ‘উত্তেজনা বাড়তে থাকলে মস্কোর জন্য বড় ধরণের ঝুঁকি যেমন রয়েছে তেমনি ব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। বাস্তবতা হলো, পাঁচ মাস আগে যে দেশের সঙ্গে রাশিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছিল, সেই দেশটির ওপর ইসরায়েলের ব্যাপক হামলা ঠেকাতে রাশিয়া অপারগ।’

এদিকে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পর ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরা।

বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মার্কিন ও রুশ নেতৃত্ব ইরানের ধ্বংসাত্মক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের অধিকারকে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com