রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
ইরানের ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ২:০৩ পিএম

ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার (১৬ জুন) দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনির সঙ্গে তার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

জানা গেছে, তেলআবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু।

এদিকে, নেতানিয়াহু পরিবারের এই বিয়ে আয়োজন নিয়ে ইসরায়েলে আগেই সমালোচনা শুরু হয়েছিল। ইরানের সাথে সংঘাত শুরুর আগে বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করেছিলেন, গাজায় হামাসের হাতে বহু ইসরায়েলি জিম্মি অবস্থায় থাকলেও প্রধানমন্ত্রী পরিবার বিয়ে উদযাপন নিয়ে ব্যস্ত। শেষ পর্যন্ত সেটিও এখন হচ্ছে না।

গত শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। পাল্টা জবাবে ইরানও ব্যাপক হামলা শুরু করে। রবিবার ইরানের হামলায় আক্রান্ত্র আবাসিক এলাকা পরিদর্শন করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইহুদিবাদী এ নেতা।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু ‌‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা’ বলেও অভিহিত করেছেন। এসময় ক্ষেপণাস্ত্রের হামলার ভয়াবহতা দেখে ইরানকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলেও মন্তব্য করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com