শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা: রিজভী   ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা   নিজেদের তৈরি সাবমেরিনের প্রথম ট্রায়াল সম্পন্ন করল তাইওয়ান   সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বাড়ল ব্রয়লার মুরগির দাম   
পশ্চিমবঙ্গে ২ আ.লীগ নেতা ও পলাতক এসপি আটক, পরে মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৩৬ পিএম

পশ্চিমবঙ্গ থেকে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা যায়, পুলিশের হাতে যে ৩ বাংলাদেশি আটক হয়েছিল, তারমধ্যে দুজন আওয়ামী লীগের সদস্য। অন্যজন তৎকালীন শাসকদল ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (৩ জুন) উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনকে আটক করে জগদ্দল থানা পুলিশ। 

বাংলাদেশে তাদের বাড়ি কোথায় পুলিশ তা না জানালেও স্থানীয়দের তথ্য সকলে বরিশালের বাসিন্দা। তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, দ্বিতীয়জন আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান এবং তৃতীয়জন তৎকালীন পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ।

পুলিশ তথ্য মতে, গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী ঘনিষ্ঠ। ভারতের বৈধ নথি থাকার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের তথ্য মতে, জানাজানি হয়ে যাওয়ার পর তিন জনই স্থান পরিবর্তন করে ফেলেছে।

জানা যায়, গত পাঁচ মাস ধরে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায় তিতাস মন্ডলের বাড়িতে ওই তিনজন আশ্রয় নিয়েছিল। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় জগদ্দল থানার পুলিশ। এরপর তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলে।

তিতাস মন্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস বলেন, তিনজনই তিতাস মন্ডলের পরিচিত। তারা পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এসেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আসেন তারা।

তিনি আরও দাবি করেন, ওই তিনজন ভারতে এসে চিকিৎসাও নিয়েছেন। তবে এটি প্রথম ঘটনা নয়। স্থানীয়রা জানান, এর আগেও ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা-যাওয়ার ঘটনা ঘটেছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com