প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:০০ পিএম

আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় তাকে কাউন্সিলর করা হয়। শুক্রবার বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ।
বিসিবির পরিচালক মনোনীত হওয়ায় ফারুক আহমেদের জায়গায় বুলবুলের বিসিবির সভাপতি হতে আর বাধা থাকল না। আজ (শুক্রবার) বিকেলে বিসিবির বোর্ড পরিচালকরা এক সভায় বসেছেন। ওই সভায় সংখ্যাগরিষ্ট পরিচালকের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হতে পারেন তিনি।
এর আগে গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া হয়। দায়িত্ব পালনের ৯ মাসে বিসিবির সংখ্যাগরিষ্ট পরিচালকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা জানিয়ে চিঠি দিলে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটলে বিদেশ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠান। তার জায়গায় সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ।
ফারুক আহমেদের জায়গায় একই নিয়ম অনুসরণ করে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন বুলবুল। তবে সাবেক এই ক্রিকেটার সমকালকে আগেই জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। বিসিবির নির্বাচন পর্যন্ত দায়িত্বে থেকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। যে নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই বলেও পরিষ্কার করেন তিনি।